দেবাশিস মালিক, বিষ্ণুপুর :অবশেষে জব কাটের কাট মানির টাকা তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্য দীপঙ্কর নস্করকে না দেওয়ায় আটকে থাকা কন্যাশ্রী প্রাপক পল্লবী নস্কর এর আন ম্যারেড সার্টিফিকেট অবশেষে মিডিয়ার সহ যোগিতায় ও উচ্চতর প্রশাসনিক দপ্তর এর চাপে সোমবার রসখালী অঞ্চলের প্রধান তপতী বাছার অঞ্চলে ডেকে কন্যাশ্রীর প্রকল্পের টাকা পেতে আন ম্যরেড সার্টিফিকেট তুলেদিলেন পল্লবী নস্কর এর হাতে।
সাটিফিকেট হাতে পেয়ে পল্লবী নস্কর বলেন সত্যের জয়, কন্যশ্রীর প্রকল্পের জয়, কাটমানি খাওয়া নেতাদের পরাজয়, আমাকে যে সকল মিডিয়া বন্ধুরা প্রশাসনের সকল ব্যাক্তি যেমন ডি এম আলিপুর বিডিও বিষ্ণুপুর মহাশয় আমাকে যে ভাবে সহ যোগিতা করেছেন।
তারজন্য আমি আমার প্রনাম নিবেদন করলাম, আপনাদের সকলের আর্শীবাদ কামনা করি।
বিজেপি নেতা সুফল ঘাঁটু বলেন এই ঘটনায় প্রমান হল টি এম সি নেতারা কাটমানি টাকা ছাড়া কিছু বোঝে না।