দেবাশিস মালিক, বারুইপুর :মঙ্গলবার বেলা ৩টা থেকে বিজেপির দক্ষিন ২৪ পরগনার পূর্ব জেলার সিএ এ ( সংশোধিত নাগরিকত্ব আইন এর সমর্থনে অভিনন্দন মিছিল হবে বারুইপুর জেলা কার্যলয় থেকে পদ্মপুকুর পর্যন্ত।
শান্তিপূর্ণ মিছিল পুলিশের লাঠিচার্জ আহত জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত মহিলা কর্মীদের মারধোর করাহয়
মাননীয় জেলা সভাপতি হরিকৃষ্ণ দত্ত সত্যপ্রিয় চক্রবর্তী রাজ্য নেতা জেলা অবজারভার অজয় ঘোষ
পশ্চিম জেলা নেতা সুফল ঘাঁটু সহ কয়েক শো কার্যকর্তা পুলিশ গ্রেপ্তার করে বারুইপুর থানায় পাঠানো হয়।