দেবাশিস মালিক, কুলপি : রবিবার দক্ষিণ 24 পরগনা কুলপি ব্লকের সিংহের হাটে 70 তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উল্টো তুললো সিংয়ের হাট বিজেপি নেতৃত্ব l
প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উলটে লাগানো শুরু হয়েছে বিতর্ক । এই ঘটনা জানাজানি হতেই বিজেপির অন্দরমহলে আলোচনা শুরু হয়ে যায় l
কিন্তু তার আগেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উল্টো লাগানোর ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়ায় তা ভাইরাল হয়ে যায় l
এ বিষয়ে কুলপি ব্লকের বিজেপি নেতা প্রবীর রায় বলেন, কেন এই ঘটনাটি ঘটল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমরা চিহ্নিত করে ব্যবস্থা নেব ।
কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুপ্রিয় হালদার বলেন, এটা আমাদের কাছে লজ্জা যে কেন্দ্রের একটি সরকার বিজেপি l
সেই বিজেপির মন্ডল নেতৃত্ব অত্যন্ত গর্হিত কাজ করেছেন তার কোন মাফ নেই l