নির্ভীক কন্ঠ নিউজ গ্রুপ ::: 34 নং জাতীয় সড়কে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো। আমডাঙ্গা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন খেলিয়া মোড় এলাকায় একটি যাত্রীবাহী গাড়ি নয়ানজুলিতে উল্টে পড়ে যায়। বারাসাত থেকে জাগুলিয়া দিকে যাবার সময় এই গাড়িটি উলটে যায় । তবে হতাহতের খবর নেই।অপরদিকে হুগলি জেলার কামদেবপুর মোড়ে বাদল মূর্মু নামে 28 বছরের এক যুবক পায়রা ডিঙি গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল পোলবা থানার অন্তর্গত অ্যারেঙ্গার প্যাঁচাটির মাঠে মাঠে। দিল্লি রোডে তার ট্রাকটারের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি কনটেইনারের মধ্যে প্রচন্ড জোরে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনার জেরে দিল্লি রোডের মগরাগামী লেনে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পোলবা থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য।