অর্থনৈতিক স্বচ্ছ্বলতা থেকে আর্থিক স্বাচ্ছন্দ্য , সমস্তটাই মানুষের জীবনে বহু সময়ে প্রাসঙ্গিক হয়ে পড়ে। আর্থিক স্বচ্ছ্বলতা প্রয়োজনীয়, কিন্তু সেটা ছাড়িয়ে পরিশ্রমের দ্বারা ধনী হওয়ার স্বপ্ন দেখা লক্ষ্যপূরণের অন্য নাম। জ্যোতিষচর্চা থেকে বাস্তুশাস্ত্র, সমস্ত বিভাগই বলছে বেশ কয়েকটি জিনিস পালন করলে তাতে আর্থিক সৌভাগ্য প্রকট হয়। পকেটে কয়েকটি জিনিস না রাখলে ,তা সৌভাগ্যের দিশারী হয়ে ওঠে।স্ন্যাকস স্ন্যাকস প্যাকেটেরা বাইরে খোলা পকেটে রাখলে তা অনক সময় তা গুঁড়িয়ে গিয়ে চুরচর হয়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তা নিঃসন্দেহে খারাপ দিক। এতে আর্থিক উন্নতি রোধ হয়ে যায়।