নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: 18.01.2021 রাতে মোদী সরকারের শীর্ষ সূত্রে জানা গেল, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে হাওড়া কালকা মেলের নতুন নামকরণ করা হয়েছে—’নেতাজি এক্সপ্রেস’। জরুরি ভিত্তিতে ১২৩১১/১২৩১২ হাওড়া কালকা মেলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ জানুয়ারি কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় গ্রন্থাগারে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।১৮৬৬ সালে ইস্ট ইন্ডিয়া মেল বলে এই ট্রেন যাত্রা শুরু করেছিল। ১৯৪১ সালের ১৬ জানুয়ারি মধ্য রাতে তাঁর এলগিন রোডের বাড়ি থেকে পালিয়ে সোজা বিহারের গোমো স্টেশনে পৌঁছেছিলেন। তার পর এই ট্রেনে উঠেই তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত গোমো স্টেশনের নাম এর আগেই নেতাজী সুভাষ চন্দ্রের নামে করা হয়েছে। এবার সেই কালকা মেল যাতে করে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে আফগানিস্তান হয়ে ইউরোপে গিয়ে হিটলারের সঙ্গে দেখা করেন এবং সেখান থেকে জাপানে চলে যান। তারপর রাসবিহারী বসুর সাহচর্যে এবং জাপানি সেনার প্রত্যক্ষ সহযোগিতায় মিত্র শক্তির বিরুদ্ধে লড়াই করে বার্মা দখল করেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তারপর মণিপুরে ভারতের মাটিতে পদার্পণ করেছিলেন। সেই স্মৃতি আবারো টাটকা হয়ে এলো কালকা মেল এর নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে।