দেবাশিস মালিক, কুলপি : দক্ষিণ 24 পরগনা কুলপি বিধানসভা কেন্দ্রের কুলপি ব্লকে সাম্প্রতিক বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য এগারোশো ঘরের অনুমোদন মিলেছে বলে জানান কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন l
সোমবার সকালে কুলপি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, 14 টি গ্রাম পঞ্চায়েতের বুলবুল ঝড়ে ক্ষতিগ্রস্ত ঘর মিলেছে এগারোশো l
এদের মধ্যে পূর্ণাঙ্গ ক্ষতি, অর্ধেকাংশ ক্ষতি ঘর রয়েছে l
কুলপি ব্লকের বঙ্গজননীর শাখার নেত্রী শাশ্বতী দোলুইদাবি করেছেন, বুলবুল যারে ক্ষতিগ্রস্থতার গ্রাম সংসদের যে নামগুলি পাঠানো হয়েছে, তাদেরকে ঘর দিতে হবে l
ওই নাম থেকে কেউ বাদ পড়লে আমি যেখানে জানানোর সেখানে জানাবো l