দেবাশিস মালিক, সাগর :মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণা জেলার পাথরপ্রতিমায় পরিষেবা প্রদান অনুষ্ঠানের পর ভারত সেবাশ্রমের পুণ্যভূমিতে মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করে, গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শন শেষে শিল্পীর হাতে ফুটে ওঠা প্রতিবাদের ভাষায় খুঁজে পেলাম মানবতার স্পন্দন। বিভেদ সৃষ্টিকারী কালাকানুনের প্রতিবাদে শিল্পীর চেতনায় স্পন্দিত গঙ্গাসাগরের পুণ্যতীর।