দেবাশিস মালিক, মথুরাপুর : আগামী বিধানসভা কে পাখির চোখ করে মথুরাপুর লোকসভা কেন্দ্রে এগোচ্ছে বিজেপির ব্রিগেড l তার বড় প্রমাণ পাওয়া গেল, রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সাথে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরী মোহন জাটুয়া প্রাক্তন আত্মসহায়ক অরূপ ভূঞা অন্তরঙ্গ ছবি l সোশ্যাল নেটওয়ার্ক এর হাত ধরে তৃণমূল কংগ্রেস কর্মীদের হোয়াটসঅ্যাপে চলে এসেছে l কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তারকনাথ প্রামানিক চাঞ্চল্যকর ছবিটি পাঠিয়েছেন l এই বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া প্রাক্তন আত্মসহায়ক অরূপ বাবুর সাথে বারংবার মোবাইলে যোগাযোগ করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি l সূত্রের খবর, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কে টার্গেট করে বিজেপি বিগ্রেড গোপনে গোপনে এগোচ্ছে, সাজাচ্ছে গোপন গোপন ঘুঁটি l তাই বিজেপির তরফ থেকে লুফে নেয়া হয়েছে মথুরাপুর লোকসভা কেন্দ্রের ভোট গুরু অরূপ ভূঁইয়াকে l তৃণমূল সূত্রে খবর, দীর্ঘদিন ধরে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ চৌধুরী মোহন জাটুয়া সঙ্গে কোনো এক অজ্ঞাত কারণে মনোমালিন্য চলছিল, যার দলের শীর্ষ নেতৃত্ব কোন ভাবে উদ্ধার করতে পারেনি l শেষ পর্যন্ত চৌধুরী মোহন জাটুয়া আত্ম সহায়ক নিয়োগ করেন l কেনইবা মথুরাপুর লোকসভা কেন্দ্রে অরূপ ভূঁইয়াকে দেখতে পাওয়া যাচ্ছে না তা নিয়ে দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছিল দীর্ঘদিন ধরে l এদিন তার একটি ছবি ভাইরাল হয়ে যায় হোয়াটসঅ্যাপ l সেই চাঞ্চল্যকর ছবি পাঠিয়েছেন, তৃণমূল যুব কংগ্রেসের কুলপি ব্লকের সভাপতি তারকনাথ প্রামানিক l আমরা সেই ছবি প্রকাশ করলাম l এদিকে বিজেপি জানিয়েছে, রায়দিঘি. মন্দির বাজার, কাকদ্বীপ, পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্র টার্গেট করেছে l যেকোনো মূল্যে এই বিধানসভা কোন বিজেপির নিজেদের দখলে আনতে চাইছে l সেজন্যই মথুরাপুরের ভোট গুরু অরূপ বাবু কে কাজে লাগাচ্ছে রাজ্য বিজেপি l