নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ :::: সকাল থেকেই বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি নেতা কর্মীরা, সতর্ক পুলিশ প্রশাসন নামালো কমব্যাট ফোর্স. ভর সন্ধ্যায় প্রকাশ্যে টিটাগড়ে পয়েন্ট রেঞ্জ থেকে বিজেপি নেতা মণীশ শুক্লাকে একের পর এক গুলি চলল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। রণক্ষেত্রের চেহারা নেয় টিটাগড়-বারাকপুর অঞ্চল। ঘটনার পরেই বিজেপি সাংসদ অর্জুন সিং জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে আজ সোমবার বারাকপুর বনধের ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব।সোমবার সকাল থেকেই দেখা গেল স্তব্ধ ব্যারাকপুর। বন্ধ দোকানপাঠ। রাস্তায় লোকজন নেই বললেই চলে। তবে সকাল থেকেই রাস্তায় নামলেন বিজেপি কর্মীরা। একাধিক জায়গায় অবরোধ করলেন তাঁরা। খুনিদের কড়া শাস্তির দাবি তুলে চলল স্লোগান। মণীশ শুক্ল খুনের ঘটনায় রবিবার রাতেই উত্তাল হয়ে উঠেছিল টিটাগড় ও তার পার্শ্ববর্তী এলাকা। খুনিদের গ্রেফতারের দাবি জানাতে থাকে বিজেপি কর্মীরা। পরিস্থিতি সামলাতে নামাতে হয় কমব্যাট ফোর্স। সোমবার সকাল থেকে রাস্তায় লোক সেরকম নেই বললেই চলে। অবশ্য দেখা গেল বিজেপি কর্মীদের। বনধ সফল করতে উদ্যোগী তাঁরা। সেইসঙ্গে দলীয় পতাকা নিয়ে চলল স্লোগান। বিজেপির ডাকা বনধে পরিস্থিতি খারাপ হতে পারে আশঙ্কা করেই হয়তো রাস্তায় সেরকম মানুষ বের হননি। দোকানপাঠও বেশিরভাগ বন্ধ রয়েছে।