দেবাশিস মালিক, সাগর :সাগর আইসল্যান্ড প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশান ও ‘হ্যাম রেডিওর’ উদ্যোগে গঙ্গাসাগর মেলা ২০২০ তে হারিয়ে যাওয়া বহি:রাজ্যের এক পূন্যার্থীকে সাগর গ্রামীণ হাসপাতালে ভর্তির ব্যাবস্হা করা হল।
সূত্রের খবর, মহারাষ্ট্রৈর পুনে, নাসিক অঞ্চলের এই বাসিন্দা সঙ্গী-সাথীদের হারিয়ে বেশ কয়েকদিন মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন।
২৭/০১/২০২০ রবিবার সকালে সাগর মিশন রোড়ে রাস্তার পাশে পড়ে থাকা অবস্থার l সাগর আইসল্যান্ড প্যাসেঞ্জারস ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশানের ফেসবুক এই সুত্র ধরে রাতে যোগাযোগ হয় হ্যাম রেডিও র প্রতিনিধিদের সঙ্গে।
তত ক্ষনে ভারসাম্যহীন ওই ব্যাক্তীও তার অবস্থান বদল করে তবে অনেক খোঁজাখুঁজির পর রাত ৯:৩০/১০:০০ নাগাদ বাগবাজার স্কুল মোড় থেকে তাকে উদ্ধার করা হয় l
রাত ১১:১৫ মি: নাগাদ হাসপাতালে ভর্তির ব্যাবস্হা হয়।’হ্যাম রেডিও’ পরবর্তী পর্যায়ের তত্বাবধান শুরু করেছেন।