নিজস্ব প্রতিবেদন: অবশেষে যুদ্ধ বিধ্বস্থ সিরিয়া থেকে সরে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, সিরিয়া থেকে মার্কিন সেনা সরতে শুরু করেছে। ওয়াশিংটনের দাবি সিরিয়ায় আইএসকে তারা পরাস্ত করতে পেরেছে। এখন আর সেখানে মার্কিন সোনার প্রয়োজন নেই।
বুধবার হোয়াইট হাউসের মুখপাত্র সারা স্যান্ডার্স এক বিবৃতি জারি করে জানিয়েছেন, সিরিয়ায় খিলাফতের পতন হয়েছে। সেখান থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে।
সেনা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে পেন্টাগনও। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এক টুইটে জানিয়েছেন, সিরিয়ায় আইএসের কব্জায় থাকা এলাকাগুলোকে মুক্ত করেছে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। কিন্তু আইএসের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি।
এদিকে, ট্রাম্প প্রশাসন অবশ্য স্পষ্ট করে বলেনি ঠিক কী কারণে সিরিয়া থেকে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প সেনা সরানোর ইঙ্গিত দেওয়া কয়েক ঘণ্টার মধ্যেই স্যান্ডার্স বিবৃতি দিয়ে দেন। ট্রাম্প টুইট করেনট, আইএসকে সিরিয়ায় আমরা পরাস্ত করেছি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল সেটাই। উল্লেখ্য, সবে মিলিয়ে সিরিয়ায় ছিল মোট ২০০০ মার্কিন সেনা।
I’m excited to find this page.
I want to to thank you
I read a article under the same title some time ago, but this articles quality is much, much better. How you do this. Thanks for sharing.
I am glad
I am glad to discover this page.
I really liked each part .