শাস্ত্র বলে, পায়ের গড়ন, হাঁটবার ধরন বলে দিতে পারে কপালের ভাগ্য লিখন! শাস্ত্রজ্ঞরা বলছেন, জুতো পরার ধরন, জুতোর গড়নও বলে দিতে পারে আপনার ভাগ্যে কী লেখা আছে। বাস্তুশাস্ত্র বলছে, জুতোর ধরন লিখে দিতে পারে আপনার অর্থভাগ্যের অবনতি। একনজরে দেখে নেওয়া যাক কোন পেশার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোন ধরনের জুতে উপযুক্ত।