নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: এদিন ৩৪ নং জাতীয় সড়কে লছিমনকে ধাক্কা লরির, দুটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ 3, ক্রেন উল্টে গিয়ে বিপত্তি| ৩৪ নম্বর জাতীয় সড়কে সুতির পর এবার সামসেরগঞ্জ অবাধেই চলছে লছিমন। রঙ রুটে যাওয়ার পথে লছিমনকে ধাক্কা মারলো লরি। ঘটনায় গুরুতর জখম হলেন তিন। শুক্রবার বেলা ১১ টা নাগাদ ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হলো সামসেরগঞ্জ থানার তারাপুর ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায়। জখমদের তারাপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন ফারাক্কার দিক থেকে ডাকবাংলার দিকে যাচ্ছিল ওই লরিটি। সেসময় উল্টো রাস্তা দিয়ে তারাপুর থেকে আকুড়ার দিকে যাচ্ছিল লছিমনটি। দুটি পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত চালক সহ তিনজন। শুক্রবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কে। হেমতাবাদ থানার পুলিশ আহতদের হেমতাবাদ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করারা পাশাপাশি পিক আপ ভ্যান দুইটি আটক করে। এই ঘটনায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে যায়।পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্থ গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। গড়িয়া থেকে এয়ারপোর্টগামী এলাকায় রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের কাজ চলছিল। সেই সময় হঠাত্ করেই ক্রেন টি উল্টে যায়। কোনমতে ঐ ক্রেনের চালক লাভ দিয়ে গাড়ি থেকে নিচে নেমে আসেন। এর জেরে রক্ষা পান তিনি। প্রত্যক্ষদর্শীদের কথায়, ক্রেনটি যদি ডান দিকে বা বাম দিকে হেলে পড়তো তাহলে সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কর্মীদের গায়ের উপরেই সেটি পড়তো এবং বড়োসড়ো বিপদ ঘটতে পারত। তবে ক্রেনটি একেবারে সামনের দিকে উল্টে যাওয়ায় বিপদ এড়ানো গিয়েছে।