নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: মুর্শিদাবাদের জলঙ্গীর বিধায়কের করোনা পজিটিভ ধরা পড়ায় সেফ হোমে যাবার পরামর্শ দিলেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। আজ বুধবার একদিনের জন্য কার্যত নমো নমো করে সেরে ফেললেন অধিবেশন। তারই মধ্যে দু’জনের শরীরে করোনা পজিটিভও ধরা পড়ল। গতকাল মঙ্গলবার বিধানসভায় কোভিড টেস্টে চার জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছিল। গতকাল বিধানসভার বাগানের এক মালি, এক জন সাংবাদিক, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গাড়ির চালক এবং এক জন পুলিশ কর্মীর শরীরে কোভিড পজিটিভ পাওয়া যায়। আজ বিধানসভা অধিবেশন বসার আগে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় কোভিড পজিটিভ পাওয়া গেল জলঙ্গীর সিপিএম বাম বিধায়ক আব্দুর রেজ্জাকের শরীরে, তিনি অবশ্য দলবদল করে তৃণমূলে নাম লিখিয়েছে। বুধবার মিনিট পনেরোর জন্য বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।