নির্ভীক কণ্ঠ নিউজ ব্যুরো ::: বাংলায় ৮ দফায় হবে বিধানসভা ভোট। ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল, 2021, ফল ২ মে জানাল নির্বাচন কমিশন। প্রথম দফায় ৩০ আসনে ভোট। ২৭ মার্চ থেকে মোট ৮ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। ফলাফল ঘোষণা ২ মে। শুক্রবার ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। এ বারের নির্বাচনে ভোটদান করবেন প্রায় ১৮ কোটি মানুষ। বিহারের পর করোনা আবহে পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্য, কেরল, তামিলনাড়ু, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন হতে চলেছে। পশ্চিমবঙ্গে ৩১ শতাংশ ভোটকেন্দ্র বৃদ্ধি। এ বছর পশ্চিমবঙ্গে ১ লক্ষ ১ হাজার ৯১৬টি ভোটকেন্দ্র থাকবে: সুনীল অরোরা। রাজ্যের বিশেষ পর্যবেক্ষক করা হয়েছে অজয় নায়েককে। মৃণালকান্তি দাস ও বিবেক দুবে, এই দুজনকে বাংলাযর বিশেষ পুলিশ অবজার্ভর করা হয়েছে। করোনা আবহের মধ্যে হচ্ছে নির্বাচন। তাই বাড়তি সতকর্তার কথা শুনিয়েছেন মুখ্য নির্বাচক কমিশনার সুনীল আরোরা। পরিস্থিতির কথা বিচার করে রাখা হচ্ছে পোস্টাল ব্যালটের ব্যবস্থা। ৮০ বছরের বেশী বয়সী ভোটারদের জন্য এই ব্যবস্থা।
বাংলায় প্রথম দফায় ভোট ২৭ মার্চ (৩০ আসন),
দ্বিতীয় দফায় ভোট ১ এপ্রিল (৩০ আসন),
তৃতীয় দফায় ভোট ৬ এপ্রিল (৩১ আসন),
চতুর্থ দফায় ভোট ১০ এপ্রিল (৪৪ আসন),
পঞ্চম দফায় ভোট ১৭ এপ্রিল (৪৫ আসন),
ষষ্ঠ দফায় ভোট ২২ এপ্রিল (৪৩ আসন),
সপ্তম দফায় ভোট ২৬ এপ্রিল (৩৬ আসন),
অষ্টম দফায় ভোট ২৯ এপ্রিল (৩৫ আসন)|
ছবি ফাইল চিত্র














