অপসারিত শিশির অধিকারী, নতুন চেয়ারম্যান অখিল গিরির দাবী সঠিক সিদ্ধান্ত

0

নির্ভীক কণ্ঠ নিউজ গ্রুপ ::: দীর্ঘ দিন ধরে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী। তাকে অপসারিত করে নতুন চেয়ারম্যান পদে আনা হয়েছে তৃণমূল নেতা অখিল গিরিকে। কিন্তু ঠিক কি কারণে এই অপসারণ? কেন নতুন চেয়ারম্যান পদে নিয়োগ? তা নিয়ে অবশ্য এখনও কিছু স্পষ্ট জানা যায়নি।অখিল গিরিকে চেয়ারম্যান করার পাশাপাশি অখিল-পুত্র সুপ্রকাশ গিরিকে কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে। অন্যদিকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুণ জানাকে।অখিল গিরি  বলেন, “সরকার সঠিক সিদ্ধান্তই নিয়েছে। শিচিরবাবু লকডাউনের সময় থেকেই নিজের অসুস্থতার জন্য কাজ কর্ম করছিলেন না। আমি মনে করি ওনার যা অসুস্থতা তাতে উনি পর্ষদের বৈঠকগুলো করতে পারতেন তাও তিনি করেননি। তারপর শুভেন্দু অধিকারী  তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর শিশিরবাবু আরও হাত গুটিয়ে বসে গেছেন। তাই তাঁকে না সরিয়ে উপায় ছিল না। প্রশাসনের কাজটাতো করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here