পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরামপুর ও ভবতারিণী বালিকা বিদ্যালয়ের মাঠে আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসব ঘিরে প্রস্তুতি তুঙ্গে

0

শ্যামল রায় পূর্বস্থলী
প্রতিবছরের মতো এ বছরেও অনুষ্ঠিত হচ্ছে পূর্বস্থলী এক নম্বর ব্লকে কুড়ি তম আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসব।
শুক্রবার আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব এর প্রধান উপদেষ্টা স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসব কৃষি ও আঞ্চলিক হস্তশিল্প মেলা ও আদিবাসী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী রবিবার থেকে। আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসবের প্রথম দিনে সকালে দৌড় প্রতিযোগিতা এবং দুপুরে পদযাত্রা শহরে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিদ্যানগর মোড় থেকে এই পদযাত্রায় লক্ষাধিক মানুষের উপস্থিত হয়ে থাকে। বিভিন্ন লোক সংস্কৃতির আঙ্গিকে শিল্পীরা পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থক উপস্থিত থেকে এই বিশাল আকারের বর্ণাঢ্য শোভাযাত্রা এখানকার প্রধান আকর্ষণ একটি মাধ্যম। শুক্রবার দেখা গেল যে শ্রীরামপুর ইউনাইটেড হাই স্কুলের মাঠ এবং ভবতারিণী বালিকা বিদ্যালয়ের মাঠে লোক সংস্কৃতি উৎসব ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এদিন সমস্ত রকম কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী ও প্রধান উপদেষ্টা স্বপন দেবনাথ এবং সম্পাদক দিলীপ মল্লিক। ইতিমধ্যে লোক সংস্কৃতি উৎসব এর সভাপতি ডক্টর বিভাস বিশ্বাস ও মন্ত্রী স্বপন দেবনাথ সাংবাদিক বৈঠক করে এই উৎসবের তাৎপর্য তুলে ধরেছেন সকলের কাছে।
উদ্বোধনের প্রথম দিন রবিবার উপস্থিত থাকবেন রাজ্যের অন্যতম মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া উপস্থিত থাকবেন মন্ত্রী রত্না ঘোষ কর, মন্ত্রী অসীমা পাত্র এবং অভিনেতা বনি-কৌশালীনি সহ জেলাশাসক জেলা পুলিশ আধিকারিক স্থানীয় জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন দিনে উপস্থিত থাকবেন লোপামুদ্রা অদিতি মুন্সি অনুপম রায় কৃষিমন্ত্রী আসিস বন্দ্যোপাধ্যায় ।
এই আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ভুটান শ্রীলংকা থেকে লোক নৃত্য ও লোক সঙ্গীত শিল্পীরা।
এছাড়াও আসাম দার্জিলিং মধ্যপ্রদেশ রাজস্থান এর ভাওয়াইয়া পাঞ্জাব ঝাড়খন্ড উড়িষ্যা মনিপুরী রাস বিহারের লোক গান লোক নৃত্য গুজরাটের বা উত্তরপ্রদেশের শিল্পীরা উপস্থিত থাকবেন। এছাড়াও এই লোক সংস্কৃতি উৎসবে অনুষ্ঠিত হয়ে থাকে গ্রামীণ কবি সম্মেলন।
এছাড়াও আঞ্চলিক হস্তশিল্প মেলা জেলার বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পী অংশগ্রহণের মধ্য দিয়ে তাদের কারুকার্য দর্শকদের কাছে তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীরা এই উৎসবে উপস্থিত থেকে তাদের সমৃদ্ধ করে বলে জানা গিয়েছে। কৃষিজাত ও আলোচনা সভা হয়।এ ছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের উপর বিভিন্ন দিনে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। লোকসংস্কৃতি উৎসব ঘিরে ইতিমধ্যেই প্রবল উৎসাহ উদ্দীপনা শুরু হয়ে গিয়েছে এলাকার মানুষের মধ্যে। প্রস্তুতি তুঙ্গে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here